গাজায় দুর্বৃত্ত ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ারায়েল কাটজ। শনিবার ( ২৫ অক্টোবর) দখলদার ও সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে সে এই নির্দেশনা দেয়। এই ধ্বংসযজ্ঞকে সে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উল্লেখ করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কাটজ লেখে ‘ আমাদের নিয়ন্ত্রিত ‘হলুদ এলাকায়’ টানেল ধ্বংস করতে ধ্বংসযজ্ঞ চালানোর নির্দেশনা দিয়েছি।’
কাটজ আরও বলেছে, মার্কিন ভাইস প্রেসিডেন্টসহ মার্কিন অন্যান্য সংস্থার সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে আরও দাবী করে ট্রাম্পের গাজা পরিকল্পনার বাস্তবায়নের জন্যই হামলা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সে দাবী করে গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধা হামাসের আরও ৬০ শতাংশ টানেল অরক্ষিত রয়েছে। হামাসের সকল টানের ধ্বংস করা পর্যন্ত দখলদার ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রাখবে বলে ঘোষণা দেয় সে।
তথ্যসূত্র:
1. Israeli defense minister orders army to continue demolitions in Gaza
– https://tinyurl.com/yc7ck685


