
ভারতের উত্তর প্রদেশের একটি গ্রামের দেওয়ালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখায় স্থানীয় আটটি মুসলিম পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে স্থানীয় হিন্দুত্ববাদী প্রশাসন। উত্তর প্রদেশের আলীগড়ে এই ঘটনাটি ঘটেছে। রবিবার (২৬ অক্টোবর) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেন ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া।
এই ঘটনায় স্থানীয় মুসলিমদের মাঝে আশঙ্কা ও উত্তেজনার দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন এই ঘটনায় পুলিশের এফআইআর দায়ের করা বৃহৎ ষড়যন্ত্রের অংশ। এই ঘটনায় যাদের নামে এফআইআর দায়ের করা হয়েছে সবাই মুসলিম।
স্থানীয় মুসলিমরা বলছেন স্থানীয় নিরপরাধ মুসলিমদের হেনস্তা করার জন্যই পুলিশ এই মামলা দায়ের করেছে।
ভুক্তভোগী আল্লাহ বকশ নামক একজনের সন্তান গণমাধ্যমকে জানায়, ‘ এফআইআর সম্পর্কে আমারদের কোনও ধারণাই নেই। আমরা জানিই না কেন মামলা দায়ের করা হয়েছে। আমার বাবা একজন সাধারণ দুধ বিক্রেতা। দুধ বিক্রির জন্য খুব সকালে বাড়ী থেকে বের হয়ে যান। তিনি দেওয়ালে কিছু লেখেননি।’
ভুক্তভোগী সানু নামের মুসলিম যুবকের স্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, যখন এই ঘটনার অভিযোগ করা হয়েছে তখন আমার স্বামী বাসাতেই ছিলেন না। তিনি একটি বিয়ের দাওয়াতে শহরের বাইরে গিয়েছিলেন। তিনি এই ধরণের কোনকিছু লেখেননি বরং তাকে ফাঁসানো হয়েছে।
গুল মুহাম্মদ নামের স্থানীয় এক মুসলিমের দুই সন্তানের নামে মামলা দায়ের করা হয়েছে। তার দুই সন্তানের নাম আব্দুল হামিদ ও হাসান। তাদের পরিবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ধরণের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমাদের বাড়ীতে বিয়ের আয়োজন চলছিল। বিয়ে আয়োজন নিয়ে আমি ও আমার সন্তানেরা ব্যস্ত ছিলাম। কীভাবে আমরা ওই লেখা লিখতে পারি? আমাদের নাম মামলায় ষড়যন্ত্রমূলক-ভাবে দেওয়া হয়েছে।
এই ঘটনাই প্রথম নয় উত্তর প্রদেশে এর আগেও একই ঘটনার জন্য মুসলিমদের হেনস্তা করা হয়েছে। এর আগেও উত্তর প্রদেশের কানপুরসহ বিভিন্ন জেলায় দেয়ালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখায় পুলিশ নির্বিচারে গ্রেফতার চালায় এবং মামলা দায়ের করে হেনস্তা করে।
‘আই লাভ মুহাম্মদ’ রাসুল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম দেওয়ালে লেখাকে বেআইনি বলে অভিহিত করেছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ব-বাদী সরকার।
তথ্যসূত্র:
1. ‘I Love Muhammad’ Written on Wall in UP Village; FIR Against 8 Muslims
– https://tinyurl.com/55e2pzr4


