রাশিয়ায় আফগান আনার ফলের বিশাল বাজার তৈরি হতে যাচ্ছে: জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
137

সম্প্রতি আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে প্রথমবারের মতো রাশিয়ায় আনার ফল রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া। হেরাত প্রদেশের তুরগন্দি সীমান্ত রুট দিয়ে ২২টন আনার ফলের একটি চালান রাশিয়ায় পাঠানো হয়েছে।

এই প্রসঙ্গে গত ২৭ অক্টোবর ইমারতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তার এক্স পোস্টে জানান, রাশিয়ায় আনার ফল রপ্তানি ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এর ফলে আফগান পণ্য বিশেষত আনার ফল রপ্তানির জন্য একটি বিশাল বাজার সৃষ্টি হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

কান্দাহারের একটি তাজা ফল প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান এই রপ্তানি উদ্যোগ বাস্তবায়ন করেছে। তুরগন্দি সীমান্ত হয়ে নতুন পথে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তুলে ধরেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। তুরগন্দি রুট দিয়ে চলতি বছরের মধ্যে ২৫০টন পর্যন্ত আনার ফল রাশিয়ায় রপ্তানি করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3nja9b72
2. https://tinyurl.com/38r962b8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবগুরায় ইসকন মন্দিরের পাশে যুবককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধখোস্ত প্রদেশে ২.৩ লাখ ডলার ব্যয়ে বাঁধ ও খাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন