অর্থনৈতিক সহযোগিতা জোরদারে কাজাখস্তান ও ইমারতে ইসলামিয়ার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

0
65

গত ২৯ অক্টোবর রাজধানী আস্তানায় কাজাখ উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সাথে এক বৈঠকে সাক্ষাৎ করেছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহু। এই বৈঠকের উদ্দেশ্য ছিল উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণ। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে তেল, গম, ময়দা ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা হয়েছে। এছাড়া তুলা এবং অন্যান্য আফগান কৃষি পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোকপাত হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দুই দেশের মধ্যকার বার্ষিক বাণিজ্য ৩ বিলিয়ন ডলারে উন্নীত করতে প্রস্তাবিত যৌথ রোডম্যাপ পর্যালোচনা করেছেন।

আফগানিস্তানে শিল্প ও বিনিয়োগের রূপরেখা তুলে ধরেছেন মৌলভী আজিজি হাফিযাহুল্লাহ। রপ্তানি প্রসারের লক্ষ্যে কাজাখস্তানের আলমাটিতে আফগান পণ্যের একটি বিক্রয় কেন্দ্র স্থাপন করতে তিনি প্রস্তাব রাখেন। এই বিক্রয় কেন্দ্র একইসাথে কাজাখ বিনিয়োগকারীদের আফগানিস্তানের বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বিনিয়োগে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যমান বাণিজ্য চুক্তির বাস্তবায়ন এগিয়ে নিতে উভয় পক্ষ সম্মত হয়েছেন। পাশাপাশি ট্রানজিট ও ব্যাংকিং চ্যালেঞ্জ মোকাবেলা এবং কাজাখস্তানে আফগান ব্যবসায়ীদের জন্য কার্যক্রম সহজতর করতে তারা একমত হয়েছেন।

এই বৈঠক আফগান-কাজাখ অর্থনৈতিক সম্পর্ক মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন কর্মকর্তাগণ, এটি একইসাথে আঞ্চলিক যোগাযোগ ও টেকসই প্রবৃদ্ধি বাড়ানোর পথে উভয় সরকারের অভিন্ন লক্ষ্য ইঙ্গিত করছে।


তথ্যসূত্র:
1. Afghanistan and Kazakhstan strengthen economic partnership in high-level trade talks
– https://tinyurl.com/3sj8fndf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩ জনকে হত্যা, খাগড়াছড়িতে ইউপিডিএফের বিচারের দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধসম্ভাবনাময় জলপাই শিল্পে নানগারহার প্রদেশে নতুন দিগন্ত