
শেরপুরের নালিতাবাড়ীর একটি জামে মসজিদে প্রবেশ করে ইমামসহ মুসল্লিদের ওপর হামলার করেছে তিন যুবক। এ ঘটনায় যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
গত ১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন গ্রামের বাইতুল নূর জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লি ও লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ওইদিন সন্ধ্যায় উপজেলার উত্তর বাতকুচি গ্রামের জহুর উদ্দিনের তিন ছেলে ফরহাদ মিয়া, রুবেল মিয়া ও ফারুক মিয়া মসজিদে প্রবেশ করে। এরপর চিল্লাচিল্লি শুরু করে ইমাম মাওলানা শফিকুল ইসলামের উদ্দেশে বলে যে, ‘আজ থেকে এই মসজিদে আর আজান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আজান হবে না’। এ সময় মাওলানা শফিকুল ইসলাম এমন উদ্ভট কথার প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। আত্মরক্ষার্থে ইমাম চলে যান। আর ওই তিন যুবক সেসময় মসজিদের মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে।
এমন পরিস্থিতি দেখে মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাধা দিতে যান। তখন তাদেরও মারধর করে যুবকরা। পরে খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মসজিদে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় কয়েকজন জানান, ওই তিন যুবক মাদকাসক্ত। তারা নানানভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে।
তথ্যসূত্র:
1. মসজিদে ঢুকে ইমামসহ মুসল্লিদের ওপর হামলা, আসবাবপত্র ভাঙচুর
– https://tinyurl.com/35ybcdyj


