মনোনয়ন না পেয়ে দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের বিক্ষোভ, সড়ক-রেল অবরোধে জনদুর্ভোগ

0
77

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দলীয় মনোনয়ন না পাওয়া নেতাদের সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও সড়ক ও রেলপথ অবরোধ, কোথাও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দীর্ঘ যানজটে আটকে পড়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

সীতাকুণ্ডে রেল ও মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবরশাহ আংশিক) দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর নেতাকর্মীরা ব্যাপক ক্ষোভ প্রদর্শন করে। গত (৩ নভেম্বর) সোমবার সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।

একইসময়ে রেলপথের ভাটিয়ারী, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা ও বাঁশবাড়িয়া এলাকায়ও আগুন দেয় তারা। ফলে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিক আমার দেশকে বলেন, রেললাইনের অন্তত সাত–আটটি স্থানে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সীতাকুণ্ড স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মাদারীপুরে যানজট, সড়ক অবরোধে ভোগান্তি

মাদারীপুর-১ আসনে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর মনোনয়ন না পাওয়ায় তার সমর্থকরা সোমবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শত শত যাত্রী ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে।

কুষ্টিয়ায় মজমপুর গেটে বিক্ষোভ

কুষ্টিয়া-৩ আসনে মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা রাত ৯টার দিকে শহরের মজমপুর গেটে বিক্ষোভ মিছিল করে এবং কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালায়। এতে চলাচল ব্যাহত হয় ও স্থানীয়দের ভোগান্তিতে পড়তে হয়।

মেহেরপুরে মনোনয়ন বাতিলের দাবিতে উত্তেজনা

মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী আমজাদ হোসেনের নাম বাতিলের দাবিতে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা সোমবার রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে গাংনী শহরে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

কুমিল্লা ও চাঁদপুরেও অগ্নিসংযোগ

কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মনোনয়ন না পেয়ে তার সমর্থকরা আলেখারচর বিশ্বরোড এলাকায় মহাসড়কে অগ্নিসংযোগ করেন। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

একইভাবে চাঁদপুর-৫ আসনে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের মনোনয়নকে ঘিরে ফরিদগঞ্জ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

মাগুরায় সংঘর্ষ, ভাঙচুর ও আহত

মাগুরা-২ আসনে প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সোমবার রাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন দলীয় কর্মীরা। এ সময় নিতাই রায়ের সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়, ভাঙচুর হয় কয়েকটি বাড়িঘর। স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রচারে হুমকিও দেওয়া হয়।


তথ্যসূত্র:
1. দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়নবঞ্চিতদের কর্মীদের বিক্ষোভ
– https://tinyurl.com/26sp8phy

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের মুখে প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিল
পরবর্তী নিবন্ধমাদকবিরোধী অভিযানে বিএনপি নেতা মাদকসহ গ্রেপ্তার