
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ নভেম্বর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, মাদক সেবন ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ গোলাম মাহতাবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে। সে মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে।
তথ্যসূত্র:
1. মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মাহতাব গ্রেপ্তার
– https://tinyurl.com/4vze9332


