
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় (MoD) ঘোষণা করেছে যে, তিন মাসব্যাপী সামরিক প্রশিক্ষণ শেষে ২০১তম খালিদ বিন ওয়ালিদ (রা.) কর্পস প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৭৩০ জন তরুণ সদস্য সাফল্যের সঙ্গে স্নাতক শেষ করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক সমাবেশে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাজী মালি খান সিদ্দিক হাফিজাহুল্লাহ। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন ছিলেন ২০১তম খালিদ বিন ওয়ালিদ (রা.) কর্পসের কমান্ডার মৌলভি আব্দুল সবুর আবু দুজানা হাফিজাহুল্লাহসহ একাধিক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপমন্ত্রী হাজী মালি খান সিদ্দিক হাফিজাহুল্লাহ নবস্নাতক অফিসারদের অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা এখানে যা শিখেছেন তা বাস্তব যুদ্ধে প্রয়োগ করুন এবং আপনার অভিজ্ঞতা সহযোদ্ধাদের সঙ্গে ভাগ করে নিন।”
তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় পর্যায়ে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে ২০১তম খালিদ বিন ওয়ালিদ (রা.) কর্পসের বাহিনী উচ্চ মনোবল, ইসলামী চেতনা ও জাতীয় অঙ্গীকার নিয়ে দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের বাহিনী আজ এমন শক্তিশালী অবস্থানে রয়েছে যে, কোনও বিদেশি শক্তি বা এজেন্ট দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস পাচ্ছে না।
অনুষ্ঠানের শেষ পর্বে নবস্নাতক অফিসাররা কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের সামরিক দক্ষতা প্রদর্শন করেন। সেখানে প্রশিক্ষণ সম্পন্নকারী সদস্যদের হাতে সনদপত্র প্রদান করা হয়।
তথ্যসূত্র:
1.د ۲۰۱ خالد بن ولید (رض) قول اردو له ښوونيز مرکز څخه ٧٣٠ تنه منسوبین فارغ شول
– https://tinyurl.com/mtwknn6e
2. د ۲۰۱ خالد بن ولید (رض) قول اردو له ښوونيز مرکز څخه ٧٣٠ تنه منسوبین فارغ شول
-https://tinyurl.com/2b4prhja



আলহামদুলিল্লাহ