বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম করল পুলিশ সদস্য

0
65

বিএনপির নেতা রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করল ট্রাফিক পুলিশের এক দায়িত্বরত সদস্য।

গতকাল (৭ নভেম্বর) দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী আহমেদ গাড়িতে উঠতে গেলে সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করে। সেই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, ওই পুলিশ সদস্য রুহুল কবির রিজভীকে পা ছুঁয়ে সালাম করার পর অন্য এক বিএনপির কর্মীর সাথে হ্যান্ডশেক করে এবং শেষে রুহুল কবির রিজভীকে হাত উঁচু করে বিদায় জানায়।

এ ঘটনায় এদিনই ওই পুলিশ সদস্যকে ক্লোজ (দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি নং ৯২১৫১৭৪১৩২) প্রশাসনিক কারণে অত্র বিভাগ থেকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’

এতে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


তথ্যসূত্র:
1. রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম, পুলিশ সার্জেন্ট ক্লোজড
– https://tinyurl.com/2eb4j7tf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাই পণ্যের চালান জব্দ
পরবর্তী নিবন্ধরাস্তায় প্রকাশ্যে প্রবাসীকে গুলি করে হত্যা