ময়মনসিংহে মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

0
42

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে।

গত ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার নাম তানজিম আহমেদ আবিদ।

স্থানীয়রা জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এম ইকবাল হোসেন ও মনোনয়ন বঞ্চিত তায়েবুর রহমান হিরন গ্রুপের সমর্থকদের মধ্যে বিকেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানজিম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তবে চিকিৎসকদের দাবি, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তিনি স্ট্রোক করে মারা গেছেন। বিস্তারিত জানতে ময়নাতদন্তের পর রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।


তথ্যসূত্র:
1. মনোনয়ন নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল ছাত্রদল নেতার
– https://tinyurl.com/dm7sa25e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে চুপিসারে সৈন্য সরালো ভারত
পরবর্তী নিবন্ধরাজধানীতে দুটি বাসে হঠাৎ আগুন দিলো দুর্বৃত্তরা