দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

0
29

বঙ্গপোসাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছে ১৩ বাংলাদেশি জেলে। গত ১২ নভেম্বর সকালের দিকে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের বরাতে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা আরাকানের জলসীমা থেকে বাংলাদেশি ১৩ জেলেকে আটক করেছে। সিত্তে টাউনশিপের কো-তান-কাউক গ্রামের প্রায় ১.৭৭ কিলোমিটার পশ্চিমে, সকাল সাড়ে ৭ টার দিকে টহল দল মাছ ধরার সময় ৬ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। এসময় একটি কাঠের নৌকা, ৭৭ কেজি মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া সকাল ৮টা ৪৬ মিনিটে উপকূল থেকে প্রায় ৩.৯ কিলোমিটার দূরে কিয়ো-তান-কাউক গ্রাম এবং চেইন-খা-লি গ্রামের মধ্যে টহল দল ৭ জন জেলেকে আটক করে। যাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকাটি নোঙর করে রাখা হয়। ওই নৌকা থেকে জব্দ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে একটি কাঠের নৌকা, প্রায় ১০৩ কেজি মাছ/চিংড়িসহ বিভিন্ন সরঞ্জাম।

এদিকে টেকনাফ কে কে পাড়ার জেলে রশিদ আহমেদ জানান, টেকনাফ সদর শীলবনিয়া পাড়ার আরমানের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে বলে জেনেছি। বাকি ৬ জনের বিষয় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
1. দুই ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
– https://tinyurl.com/5t3vwvz9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে উঠে সিএনজিতে আগুন
পরবর্তী নিবন্ধপেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করে পুলিশে দিলো জনতা