১৪ নভেম্বর ভোরে গাজা উপত্যকায় নিম্নচাপের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়, যার ফলে জীর্ণশীর্ণ তাঁবু এবং আশ্রয় কেন্দ্রগুলি ধসে পড়ার উপক্রম হয়েছে।
ফিলিস্তিনি আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ফিলিস্তিন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটি গাজার দিকে ধেয়ে আসছে, যার ফলে ভারী বৃষ্টিপাত ও ঠান্ডা বাতাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কখনও কখনও বজ্রসহ ঝড় হচ্ছে। এর জেরে বড় ধরনের বন্যা ও মানবিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছেন দক্ষিণ গাজার নয় লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি।
এ ছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খান ইউনিস পৌরসভার মুখপাত্র সাঈদ লাক্কান জানিয়েছেন, ঝড়টি ‘খুবই বিপজ্জনক’ এবং উপকূলজুড়ে হাজারো তাঁবু প্লাবিত হতে পারে, শহরের ভেতরের বড় এলাকাও ক্ষতিগ্রস্ত হতে পারে।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গাজার প্রায় ৯৩% তাঁবু আশ্রয়ের জন্য উপযুক্ত নয়। জালিম ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির মানবিক প্রোটোকল লঙ্ঘন করে গাজায় তাঁবু এবং অস্থায়ী আবাসস্থলের মতো আশ্রয় সামগ্রীর প্রবেশে দিয়ে রেখেছে, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
তথ্যসূত্র:
1. Storm brings flooding risks to Gaza, threatening fragile tents sheltering hundreds of thousands of Palestinians
– https://tinyurl.com/45t8zjst


