কাবুলে ৪র্থ ইমাম আবু হানিফা (রহঃ) জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী উদ্বোধন

0
103

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে আফগানিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট-এর আয়োজনে ৪র্থ ইমাম আবু হানিফা(রহঃ) জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার সদস্য, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। এক সপ্তাহ ধরে চলা এই প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা নিজেদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবেন। এটি দেশটির ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনা এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধাগুলোকে তুলে ধরবে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান বর্তমানে ৮০টি দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। আফগানিস্তানের উদীয়মান অর্থনৈতিক গতি বাধাহীনভাবে অব্যাহত থাকবে।

তিনি জানান, চাবাহার ও মিলাক ট্রানজিট রুটকে একটি আন্তর্জাতিক করিডোরে রূপান্তর করতে এবং একটি রেলওয়ে সংযোগ প্রতিষ্ঠা করতে ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে।

অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডঃ আব্দুল লতিফ নাজারি হাফিযাহুল্লাহ বলেন, রপ্তানি ও উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় শিল্পের প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশ জুড়ে খাদ্যদ্রব্যের স্থিতিশীলতা এবং টেকসই বৃদ্ধির জন্য হিমাগার ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. The Fourth National and International Exhibition of Imam Abu Hanifa has officially opened in Kabul, organized by the Afghanistan Chamber of Commerce and Investment.
– https://tinyurl.com/4pmw4zkz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে হাসিনা-কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
পরবর্তী নিবন্ধছয় মাসে ৫৮০ মিলিয়ন ডলারের ফল রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া