
আফগানিস্তানের হেরাত প্রদেশে আরমালক–লামান রিং রোড বা বৃত্তাকার সড়ক নির্মাণ কাজ সমাপ্তির দ্বারপ্রান্তে রয়েছে। ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রদেশের বান্দে সাবজাক এলাকায় সড়কটি নির্মিত হচ্ছে। গত ১৭ নভেম্বর হেরাত গভর্নর প্রেসের অফিসিয়াল এক্স বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সড়কটির অবশিষ্ট ৩.৫ কিলোমিটার অংশের পিচ ঢালাই আগামী এক সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে উক্ত মন্ত্রণালয়। নির্মাণ কাজ সমাপ্ত হলেই তা নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
বৃত্তাকার এই সড়কের মোট দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। উক্ত প্রকল্পের সফল সমাপ্তি নাগরিকদের যাতায়াত ব্যবস্থাকে সহজতর করবে।
জনগণের চাহিদার ভিত্তিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হেরাত প্রদেশের স্থানীয় প্রশাসন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3mhemj9e


