
আফগানিস্তানে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের জন্য ভারতের বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। ২১ নভেম্বর ভারতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক ভারত ভিত্তিক আফগান বেসরকারি খাতের বেশ কয়েকজন প্রতিনিধি এবং পিএইচডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিষ্ঠিত সুবিধাসমূহ তুলে ধরেন। তিনি বলেন, আফগানিস্তানের সিমেন্ট, ওষুধ শিল্প, খাদ্যপণ্য এবং টেক্সটাইলসহ নানাবিধ খাতে বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে ভারতীয় কোম্পানিগুলোর।
একইসাথে তিনি আফগানিস্তানের বৃহৎ রপ্তানি সম্ভাবনার প্রসঙ্গ তুলে ধরেন, বিশেষত আফগানিস্তানের তুলা, তাজা ও শুকনো ফল রপ্তানির প্রবল সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এর আগে বাণিজ্য সম্পৃক্ততা জোরদার ও ইরানের চাবাহার বন্দরে কার্যক্রম বাড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।
তথ্যসূত্র:
1. Azizi urges Indian private sector to boost investment and trade with Afghanistan
– https://tinyurl.com/yc4vn67f


