
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশের জগতু উপজেলায় ১৭০ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয়ে ১২৪টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। ২২ নভেম্বর, শনিবার এ প্রকল্পগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ওয়ার্দাক প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে। প্রকল্পসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গ্রামীণ রাস্তা, সেতু, কালভার্ট, রক্ষণাবেক্ষণ প্রাচীর, খাল এবং ছোট বাঁধ নির্মাণ। এসব প্রকল্প চলাকালীন শত শত নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। প্রকল্পগুলো সম্পূর্ণ হওয়ার ফলে জগতু উপজেলার বাসিন্দাদের যোগাযোগ, কৃষি ও পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট খাতের দীর্ঘদিনের সমস্যাসমূহ দূর হয়েছে।
এই প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে জগতু উপজেলার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।
তথ্যসূত্র:
1. په ميدان وردګو ولایت کې (۱۲۴) بیلابیلې پراختیايي پروژې ګټې اخیستنې ته وسپارل شوې
– https://tinyurl.com/2s3pse5w


