ইমারাতে ইসলামিয়ার শাসনামলে সকল জাতীয় সিদ্ধান্ত বিদেশি প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নেওয়া হয়েছে: শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী

0
97

ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রতিটি জাতীয় সিদ্ধান্ত বিদেশি শক্তির প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নেওয়া হয়েছে, যার ফলাফল এখন সবার সামনেই দৃশ্যমান।

গত ২৪ নভেম্বর কাবুলে একটি শুকনো ফলের মার্কেট উদ্বোধনকালে এই মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ।

তিনি বিগত প্রশাসনের অবস্থা তুলে ধরে বলেন, ইতোপূর্বে ট্যারিফ কমিটিতে যারা থাকত তারা বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত ছিল। দেশের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার মত সাহস তাদের ছিল না। ফলে তখন আফগান দেশীপণ্য সমর্থন পেত না।

সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করে তিনি আরও বলেন, সেই সময় কোনও নিয়ম-নীতি ছাড়াই পার্শ্ববর্তী কিছু দেশের জন্য আফগানিস্তান একটি খোলা বাজারে পরিণত হয়েছিল। তারা তাদের দেশে তৈরি পণ্য আফগানিস্তানে এনে বিনা বাধায় বিক্রয় করত। এখানে ভাল-খারাপ সব ধরনের পণ্যই কোন পার্থক্য করা ছাড়াই বিক্রয় করা যেত।

অথচ অন্যান্য প্রতিবেশী দেশ এমনকি পৃথিবীর কোথাও এই পণ্যগুলো বিক্রয়ের সুযোগ ছিল না। এমনকি তাদের নিজ দেশেও এই পণ্যগুলো বিক্রয় করতে পারত না। এটাই ছিল মালিকানাবিহীন আফগানিস্তানের বাস্তবতা।

তিনি জোরালোভাবে জানান, ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের নিয়ম বহির্ভূত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু এই সিদ্ধান্ত ঐ দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠেছে, কারণ তারা তাদের স্বার্থপন্থী একটি বাজার হারিয়েছে।

উল্লেখ্য যে, ক্ষমতায় আসার পর দেশীপণ্য ও আমদানিকৃত পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণে বিধিমালা আরোপ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/57nu2272
2. https://tinyurl.com/44xbzuky

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে আবারও পাকিস্তানি বাহিনীর বোমা হামলা, ৯ শিশু ও ১ নারী শহীদ
পরবর্তী নিবন্ধবেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ১৭৯ ইসকন সদস্য ভারতে