
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সন্ত্রাসী সংগঠন ইসকন-এর ১৭৯ সদস্য ভারতীয় বিভিন্ন তীর্থস্থান পরিদর্শনের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তারা বেনাপোলে নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করে।
দলটির নেতৃত্ব দিচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বাসিন্দা আশিষ কুমার রায় (পাসপোর্ট নং— A00586006)। তার সঙ্গে সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১৭৯ নারী-পুরুষ সদস্য যাত্রা করেছে।
ইসকন সূত্রে জানা যায়, তীর্থযাত্রীরা ভারতের মায়াপুর, গয়া, বুদ্ধগয়া, প্রেয়া, বৃন্দাবন, কুরুক্ষেত্র, হরিদ্বারসহ বিভিন্ন পবিত্রস্থানে ধর্মীয় আচার, পূজা-পার্বণ ও তীর্থদর্শন করবে। সেখানে তারা প্রায় ২০ থেকে ২৫ দিন ভারতে অবস্থান করবে।
তথ্যসূত্র:
১। বেনাপোল দিয়ে তীর্থযাত্রায় ১৭৯ ইসকন সদস্য ভারতে
– https://tinyurl.com/38c9nezw


