
সেচ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়াতে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করছে ইমারাতে ইসলামিয়া সরকার। সম্প্রতি দেশটির বিভিন্ন প্রদেশে বৃষ্টি ও বন্যার পানি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিপুল পরিমান বাঁধ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে হেলমন্দ প্রদেশের কাজাকি বাঁধ পুনর্নির্মাণের কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।
কার্যকর পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, পানি ধারণ ক্ষমতা এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বাঁধটি পুনর্নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
কাজাকি বাঁধের কাজ শেষ হলে এর পানি ধারণ ক্ষমতা ১ বিলিয়ন ঘনমিটার থেকে ২.২ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি পাবে। পাশাপাশি বাঁধটিতে জল বিদ্যুৎ উৎপাদন প্লান্ট স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ১৫১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
বাঁধটি পুনর্নির্মাণের ফলে ২.৭৬ লক্ষ হেক্টর কৃষি জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি উক্ত এলাকার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখবে প্রকল্পটি।
তথ্যসূত্র:
1. د اوبو او انرژۍ وزارت وايي چې د کجکي بند د وروستي فاز د رغولو چارې ۹۵ سلنه بشپړې شوې دي.
– https://tinyurl.com/367hhctp


