
প্রকাশ্যে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে জঘন্য কটুক্তি করা সত্ত্বেও বাউল শিল্পী আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি গত ২৩ নভেম্বর এক বিবৃতিতে বাউল সমর্থকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে।
এছাড়াও দলটি বিবৃতিতে তৌহিদি জনতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এনসিপির ধর্ম ও সম্প্রীতি সেলের সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তার সমর্থকদের ওপর সংঘটিত হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেল গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে এবং দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে। যে মতবিরোধ বা অভিযোগই থাকুক—সহিংসতা, হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই।’
এনসিপি বিবৃতিতে দাবি করেছে, বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যে বাউল, ফকির, সুফি, তাসাওফপন্থীসহ বিভিন্ন ধারার সমৃদ্ধ অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা মানে রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করা।
বিবৃতিতে মহান আল্লাহকে গালি দেয়াকে ধর্মীয় ব্যাখ্যা আখ্যা দিয়ে এনসিপি বলেছে, ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে, এবং কখনো কখনো তা বিতর্কের সৃষ্টি করতেও পারে। কিন্তু তার উত্তরের পথ কখনোই সহিংসতা বা প্রতিশোধ হতে পারে না।
এনসিপি আরও জানায়, মানিকগঞ্জের ঘটনাবলির নিরপেক্ষ, পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনতে হবে। অভিযোগ বা মতভিন্নতার সমাধান হবে আইন, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে, কোনোভাবেই জনতা বা গোষ্ঠীর হাতে নয়।
এছাড়াও বিবৃতিতে বাউল–ফকির–তাসাওফপন্থীসহ সকল সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্প্রদায়ের নিরাপত্তা ও মতপ্রকাশের সাংবিধানিক অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করার দাবি জানায়।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করায় গ্রেফতার হওয়া বাউলশিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সকালে শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল বিভিন্ন জেলা থেকে আগত একদল বাউলশিল্পী।
একই সময় নাস্তিক আবুল সরকারের শাস্তির দাবিতে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘তৌহিদী জনতার’ ব্যানারে মিছিল বের হয়। মিছিলটি ডিসি অফিস চত্বর এলাকায় এলে সেখান থেকে তৌহিদী জনতা বাউলশিল্পীদের দেখতে পেয়ে তাদের ওপর হামলা চালিয়ে বাউলদের বিক্ষোভ দমন করে।
তথ্যসূত্র:
১। বাউল শিল্পীর সমর্থকদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে: এনসিপি
– https://tinyurl.com/3smrue44


