
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানআবাদ জেলার সানদুক সাই ও খোব দরাহ গ্রামে নতুন একটি পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ১,৮০,০০০ মার্কিন ডলারের এই প্রকল্পটি এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করবে বলে আশা করা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় ৮০ মিটার গভীরতার একটি কূপ খনন, ৬০ ও ২০ ঘনমিটার ধারণক্ষমতার দুটি পরিষ্কার পানি সংরক্ষণাগার নির্মাণ এবং মোট ১৮,৫২৫ মিটার পাইপলাইন স্থাপনের কাজ চলছে। পাশাপাশি ২৩৫টি পানির ট্যাপ এবং ৭২টি সোলার প্যানেল স্থাপন করা হবে।
প্রকল্পটি স্থানীয় বহু শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। নির্মাণকাজ সম্পন্ন হলে সানদুক সাই ও খোব দরাহ গ্রামের ৪৫৮টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি পাবে। সৌরচালিত এই প্রকল্পটি বিশুদ্ধ পানি সরবরাহের টেকসই সমাধান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4eyc5seb


