
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় সুপরিকল্পিত উন্নয়নের প্রতি জোর দিয়ে আসছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পরিবহন খাতে সংস্কার ও পুননির্মাণ প্রকল্প গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পও বাস্তবায়ন করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ঘোর প্রদেশে গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রনালয় জানিয়েছে, ঘোর প্রদেশের দৌলিনা, তাইওয়ারা, মরগাব, শাহরাক ও তুলক—এই পাঁচটি জেলায় মোট ৭০ কিলোমিটার দীর্ঘ গ্রামীণ সড়ক নির্মাণ ও সংস্কারকাজ শুরু করা হয়েছে।
মন্ত্রনালয় জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের সময় শত শত শ্রমিকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের পরিবহন–সংক্রান্ত ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
তথ্যসূত্র:
1. په غور ولایت کې د کلیوالي سړکونو د جوړولو چارې پيل شوې
– https://tinyurl.com/4487xddz


