নির্বাচনের পরেই গিনিতে সেনা অভ্যুত্থান, প্রেসিডেন্ট গ্রেফতার

0
148

পশ্চিম আফ্রিকার আরও একটি দেশ গিনি বিসাউ-এর রাজধানীতে তীব্র গোলাগুলির মধ্য দিয়ে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে দেশটির বিদায়ী প্রেসিডেন্টকে।

২৭শে নভেম্বর বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি টিভি চ্যানেলের মাধ্যমে দেশের ‘নিরঙ্কুশ কর্তৃত্ব’ প্রতিষ্ঠার ঘোষণা করেছে গিনি বিসাউয়ের সেনাবাহিনীর নতুন জোট ‘হাই মিলিটারি কমান্ড ফর দ্য রেস্টোরেশন অব অর্ডার’। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করার কথাও জানিয়েছে। বিদায়ী প্রেসিডেন্টের পাশাপাশি প্রধান বিরোধী দল পিএআইজিসির নেতা ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকেও গ্রেফতার করা হয়েছে।

গত ২৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গিনিতে। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শুরু রাজনৈতিক টানাপড়েন। কেননা বিদায়ী প্রেসিডেন্ট এমবালো এবং তার প্রতিদ্বন্দ্বী হোসে মারিও ভাজ দু’জনই জয়ের দাবি করে। আর নির্বাচন কমিশনও কাউকে আনুষ্ঠানিক ভাবে জয়ী ঘোষণা না করায় উত্তপ্ত হয়ে উঠে রাজধানী সহ গুরত্বপূর্ণ শহরগুলো। নির্বাচনী এই টানাপড়েনের মধ্যেই সেনা অভ্যুত্থানের সাক্ষী হল পশ্চিম আফ্রিকার এই দেশটি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/3wma78rx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমার্কিন প্রশিক্ষিত সোমালি স্পেশাল ফোর্সের উপর শাবাবের হামলা: নিহত ৭ সেনা
পরবর্তী নিবন্ধশত্রু বাহিনীর দ্বারা সংঘটিত গনহত্যাগুলো মানবতার বিবেককে জাগ্রত করার জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে: জেএনআইএম