
ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে।
ধামরাই ফায়ার সার্ভিসের সাব অফিসার শামসুল হক জানান, রাত ১২টার সময় সুয়াপুর–খড়ারচর আঞ্চলিক সড়কের পাশে একটি বাস চালক পার্কিং করে রেখে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, পরবর্তীকালে বাসচালকও স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে ততক্ষণে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।
তথ্যসূত্র:
১। মধ্যরাতে আগুনে পুড়লো দাঁড়িয়ে থাকা বাস
– https://tinyurl.com/2kev7dwk


