রাজধানী মোগাদিশু সহ একাধিক শহরে শাবাবের হামলা: কমান্ডার সহ ১৫ শত্রু সেনা হতাহত

1
208

সোমালিয়ার রাজধানী মোগাদিশু এবং দেশের দক্ষিণাঞ্চলে ৩টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন আশ-শাবাব মুজাহিদিন। এতে ২ শত্রু সৈন্য নিহত এবং আরও ১৩ সেনা সদস্য আহত হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ২৭ নভেম্বর বৃহস্পতিবার, দক্ষিণ সোমালিয়ার নিম্ন শাবেলি রাজ্যের জানালে শহরে একটি সফল অভিযান পরিচালনা করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। মোগাদিশু বাহিনীর একটি টহলদলকে টার্গেট করে মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানে (আইইডি বিস্ফোরণ) ৬ শত্রু সেনা সদস্য আহত হয়েছে।

এদিন মুজাহিদিনরা দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার জিজু রাজ্যের বার্দারী শহরেও একটি সফল অভিযান পরিচালনা করেছেন। শহরটিতে মোগাদিশু বাহিনীর বারহো সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানে ২ কর্মকর্তা এবং ৪ মিলিশিয়া সদস্য গুরুতর আহত হয়।

এমনিভাবে মুজাহিদিনরা বৃহস্পতিবার, রাজধানী মোগাদিশুর দার্কিনালী জেলার হাওশ এলাকায়ও একটি সফল অভিযান পরিচালনা করেছেন। মোগাদিশু বাহিনীর একটি সামরিক চৌকি লক্ষ্য করে শাবাব মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানে ২ মিলিশিয়া সদস্য নিহত এবং তৃতীয় ১ সদস্য আহত হয়েছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরান-আফগানিস্তান সীমান্তে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক সহযোগিতা সংস্থার বৈঠকে যোগ দিয়ে আফগানিস্তানের সক্ষমতা তুলে ধরলেন আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ