রুশ কৃষিমন্ত্রীর সাথে ইমারাতে ইসলামিয়ার কৃষিমন্ত্রীর বৈঠক, সহযোগিতা বাড়াতে একমত উভয়পক্ষ

0
61

রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ কৃষি মন্ত্রীর সাথে এক বৈঠকে অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রী মৌলভী আতাউল্লাহ উমারি হাফিযাহুল্লাহ। গত ২৮ নভেম্বর ইমারাতে ইসলামিয়ার কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে।

বৈঠকে উভয় দেশের কৃষি, পশুপালন, সেচ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও কৃষিখাতে যৌথ প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে উভয়পক্ষ মতবিনিময় করেছেন।

বৈঠকে সেচব্যবস্থা শক্তিশালী করণ, পশুর জাত উন্নয়ন কর্মসূচি সম্প্রসারণ, টেকনিক্যাল কর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানো ও রাশিয়ার বাজারে আফগান কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে গুরুত্বারোপ করেছেন মন্ত্রী আতাউল্লাহ উমারি হাফিযাহুল্লাহ।

অপরদিকে উপস্থাপিত বিষয়াদিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে রুশপক্ষ। এই সময় কৃষি ও পশুপালন ব্যবস্থাপনায় ইমারাতে ইসলামিয়ার অবদানের প্রশংসা করেছে রুশ কৃষিমন্ত্রী। সে জানায়, আফগানিস্তানের সঙ্গে বাস্তবসম্মত ও টেকসই সহযোগিতা জোরদার করতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

উল্লেখ্য যে, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত সেচব্যবস্থা ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে শক্তিশালী রাশিয়া। অপরদিকে উর্বর জমি ও মানসম্মত কৃষিপণ্য থাকার কারণে আঞ্চলিক ও বৈশ্বিক বাজারে রপ্তানি বাড়াতে অগ্রসর হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এই লক্ষ্যে রাশিয়াসহ বিভিন্ন দেশের সাথে কৌশলগত সহযোগিতা জোরদারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5aw5387x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতুরস্কে ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন (MUSIAD) এর সদস্যবৃন্দের সাথে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রীর বৈঠক
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ মন্ত্রণালয়ের বিগত সপ্তাহব্যাপী কার্যক্রম