হেরাত-খাওয়াফ রেলপথের চূড়ান্ত পর্যায়ের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

0
63

হেরাত প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, খাওয়াফ-হেরাত রেলওয়ে প্রকল্পের চতুর্থ ও চূড়ান্ত পর্যায়ের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই শেষ পর্যায়টি হেরাত শহরের দক দক্ষিণাঞ্চল থেকে শিল্পনগরী ও বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত, যার দৈর্ঘ্য ৪৭ কিলোমিটার। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫৪ মিলিয়ন ডলারের বেশি।

প্রকল্প ব্যবস্থাপক তামিম রহিমি জানিয়েছেন, “এই পর্যায়ে আমাদের রেলপথের দৈর্ঘ্য সাতচল্লিশ দশমিক তিন কিলোমিটার। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি বিশ কিলোমিটারের কাজ সম্পন্ন করার, এবং খনন ও ভরাট কাজ পরিকল্পনা অনুযায়ী দ্রুত এগিয়ে চলছে। জনকল্যাণ মন্ত্রণালয়ের চারজন তত্ত্বাবধায়ক প্রতিদিন এখানে উপস্থিত থেকে কাজের মান পর্যবেক্ষণ করছেন।”

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেছেন, “খাফ-হেরাত রেলপথ একটি জাতীয় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ প্রকল্প। হেরাতের স্থানীয় প্রশাসনের অক্লান্ত প্রচেষ্টা এবং ইমারাতে ইসলামিয়ার কেন্দ্রীয় কর্তৃপক্ষের সহযোগিতায় এর কাজ ত্বরান্বিত হয়েছে। আমরা বিশ্বাস করি, রেলপথের বিকাশের সাথে সাথে রপ্তানি ও আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”

স্থানীয় কর্মকর্তারা জানান, মূল নির্মাণকাজের অগ্রগতির সাথে সাথে রেললাইন বিছানোর প্রস্তুতিও শুরু হবে। জনপথ মন্ত্রণালয়ের প্রকৌশলী আলী বাকেরি বলেন, প্রতিদিন তারা কাজের মান পর্যবেক্ষণ করছেন এবং নির্মাণস্থলে আসা সামগ্রীর গুণগত মানও যাচাই করছেন।

প্রকল্পে কর্মরত শ্রমিকরা আনন্দিত। তারা বলছেন, এখানে চাকরি পাওয়ায় তাদের আর বিদেশে পাড়ি দিতে হচ্ছে না। শত শত শ্রমিক জানান, দেশেই কাজ পেয়ে তারা এখন আর ইরান বা অন্য দেশে যাওয়ার কথা ভাবছেন না।

উল্লেখ্য, হেরাত-খাওয়াফ রেলপথের প্রথম তিনটি পর্যায়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। রেলপথটি ইরানের গুরুত্বপূর্ণ একাধিক সমুদ্রবন্দরের সাথে আফগানিস্তানের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে। এছাড়া এটি তুর্কি রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে ইউরোপে যাতায়াত পথকে সুগম করবে। এটির মাধ্যমে বিশেষ করে ইরাক, ইরান, তুরস্ক ও ইউরোপের দেশসমূহের সাথে আফগানিস্তানের রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।


তথ্যসূত্র:
1. Final Phase of Herat-Khawaf Railway Under Rapid Construction
– https://tinyurl.com/j435d9vz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআট মাসে ৯ মিলিয়ন ডলারের পাইন বাদাম রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে দখলদার ইসরায়েলি সেটেলারদের হামলায় গর্ভবতী নারীসহ আহত ০৬ জন