বালখ প্রদেশের কিশিনদিহ জেলায় ১৮ কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু

0
55

বালখ প্রদেশের কিশিনদিহ জেলায় ১৮ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। প্রায় ৪৫০ মিলিয়ন আফগানি ব্যয়ে নির্মিতব্য এই প্রকল্পটি অঞ্চলটির যোগাযোগব্যবস্থা সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় মানুষের চলাচল ও বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আশরাফ হাফিযাহুল্লাহ জানান, এই সড়ক প্রকল্পের আওতায় একাধিক সেতু, রিটেইনিং ওয়াল এবং কালভার্ট নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, আগামী ২২ মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

সড়ক নির্মাণের ফলে কিশিনদিহ জেলার গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।


তথ্যসূত্র:
1. Work has officially begun on an 18-kilometer road project in the Kashanda district
– https://tinyurl.com/4spmbyce

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাঁচ জেলায় পাঁচ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের ইসলাম কালা সীমান্তে অবৈধ পথে আনা ১০০টন নিম্নমানের তেল জব্দ ও নির্মূল