কাবুলের বারাকি ক্রসিং-এ ভূগর্ভস্থ রাস্তায় গার্ডার স্থাপনের কাজ শুরু

0
56

সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কাবুল শহরের অন্যতম যানজটপূর্ণ বারাকি ক্রসিং-এ নির্মাণাধীন আন্ডারপাস বা ভূগর্ভস্থ রাস্তা প্রকল্পে বড় ধরনের অগ্রগতি হয়েছে। পাইলের কাজ শেষ হওয়ার পর এখন ৯৩টি প্রি-কাস্ট গার্ডার বসানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার উবায়দুল্লাহ ইলহাম হাফিযাহুল্লাহ জানান, গার্ডার স্থাপন এই প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। এটিই আন্ডারপাসের মূল কাঠামো গঠন করবে। প্রতিটি গাডারের দৈর্ঘ্য ২১.৩ মিটার এবং প্রস্থ ৯৫ সেন্টিমিটার। নির্মাণের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে ইঞ্জিনিয়ারদের নিবিড় তত্ত্বাবধানে এসব গার্ডার প্রস্তুত করা হয়েছে।

তিনি আরও বলেন, গার্ডার স্থাপন সম্পন্ন হলে পরবর্তী ধাপে সেতুর ওপরের কাঠামোতে লোহার জাল বসানো ও কংক্রিট ঢালাই, পাইলক্যাপ নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থা স্থাপন, বৈদ্যুতিক অবকাঠামো সংযোজনসহ অন্যান্য কারিগরি কাজ বাস্তবায়ন করা হবে। এসব কাজ শেষ হলে সড়কটি ডামার ঢালাইয়ের উপযোগী হবে।

বারাকি চৌরাস্তার এই ভূগর্ভস্থ সড়কটির মোট দৈর্ঘ্য ৪৭০ মিটার, প্রস্থ ২০ মিটার এবং গভীরতা ৫.৫ মিটার। প্রকল্পটিতে মোট ৫২৫টি স্থায়ী পাইল ব্যবহৃত হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও যান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে।

ভূগর্ভস্থ সড়কের পাশাপাশি খুব শিগগিরই এই এলাকায় ৭০০ মিটার দীর্ঘ একটি উড়ালসেতু নির্মাণের কাজও শুরু হবে। দহন-বাগ চৌরাস্তা থেকে প্রওয়ান-দো চৌরাস্তা পর্যন্ত বিস্তৃত এ উড়ালসেতুটি হবে ২০ মিটার প্রশস্ত ও ৫.৫ মিটার উঁচু, যেখানে ২৪৭টি পাইল ব্যবহার করা হবে। কাবুল শহরের চলমান উন্নয়ন কর্মকান্ডে এই উড়ালসেতু সড়ক ব্যবস্থায় বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

কাবুল পৌরসভা প্রকল্প চলাকালীন এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে এবং পৌরসভার কাজে সহযোগিতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার্বিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি শহরবাসীর মনে নতুন আশার সঞ্চার করেছে। প্রকল্পটি সম্পন্ন হলে এই এলাকায় দীর্ঘদিনের যানজট কমে আসবে এবং যানবাহন চলাচল হবে আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল।


তথ্যসূত্র:
1. د بره کي څلور لارې تر ځمکې لاندې سړک د ګاډرونو د نصبولو چارې پیل شوې!
– https://tinyurl.com/wjbsnmtn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিনিয়োগ ও রপ্তানি জোরদারে আফগানিস্তানে সফরে ইরানের ৬৫ সদস্যের প্রতিনিধি দল
পরবর্তী নিবন্ধকাতারের হস্তক্ষেপে আফগানিস্তানে সামরিক অভিযানের পরিকল্পনা বাতিল করেছিল পাকিস্তান: পাক পররাষ্ট্রমন্ত্রী