দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থল সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান শূন্যে নেমে এসেছে:`ইমারাতে ইসলামিয়ার বর্ডার পুলিশ

0
53

ইমারাতে ইসলামিয়ার চূড়ান্ত বিজয়ের পর থেকে তাজিকিস্তান সীমান্তসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সকল স্থল সীমান্ত বন্দরে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান শূন্যে নেমে এসেছে। গত ২৯ নভেম্বর ইমারাতে ইসলামিয়া বর্ডার পুলিশ অধিদপ্তরের মুখপাত্র আবিদুল্লাহ উকাব ফারুকি হাফিযাহুল্লাহ এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন।

তিনি আরও জানান, এই প্রচেষ্টাকে আরও জোরদার করতে সম্প্রতি শেরখান স্থল সীমান্ত বন্দর পরিদর্শন করেছেন বর্ডার পুলিশের ডেপুটি মিলিটারি কমান্ডার। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা, শৃঙ্খলা উন্নয়ন এবং প্রতিবেশি রাষ্ট্রের সাথে সমন্বয় বাড়ানো।

বিভিন্ন বিষয়ে আরও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন ডেপুটি মিলিটারি কমান্ডার। অবৈধ কাজে আফগান স্থল বন্দরের ব্যবহার প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বর্ডার পুলিশের নেতৃত্বস্থানীয় ও অন্যান্য কর্মীগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y2bm8t82

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ড: জড়িত ভারতীয়দের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের উরুজগান প্রদেশে শাফলুগ ও আগাজান বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন