আফগানিস্তানের উরুজগান প্রদেশে শাফলুগ ও আগাজান বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

0
41

আফগানিস্তানের উরুজগান প্রদেশের দুইটি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রাদেশিক প্রধান মৌলভী খলিলুর রহমান উমারি হাফিযাহুল্লাহ। এই সময় সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের প্রতিনিধিগণ তার সাথে উপস্থিত ছিলেন।

প্রদেশের চিনার তু জেলায় অবস্থিত শাফলুগ বাঁধ নির্মাণ কাজের ১০ শতাংশ অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ০১ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

জ্বালানি ও পানি সম্পদ বিভাগের উন্নয়ন বাজেট হতে এই নির্মাণ কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। এটি বাস্তবায়নে জাতীয় উন্নয়ন কোম্পানির সাথে চুক্তি সম্পাদিত হয়েছে।

পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নানাবিধ সমস্যা বিষয়ে মতবিনিময় করেন মৌলভী খলিলুর রহমান উমারি হাফিযাহুল্লাহ। সমস্যাগুলো সমাধানে তিনি তাদেরকে আশ্বস্ত করেন, একই সাথে তিনি প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়া তিনি আগাজান নামক আরও একটি বাঁধ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mtmvfh6y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থল সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান শূন্যে নেমে এসেছে:`ইমারাতে ইসলামিয়ার বর্ডার পুলিশ
পরবর্তী নিবন্ধপাকিস্তানের সীমান্ত বন্ধের পর কান্দাহারে বেড়েছে মুরগি ও ডিম উৎপাদন