উজবেকিস্তান ও মধ্য এশিয়ায় আফগানিস্তানের ফল রপ্তানি শুরু

0
60

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশ থেকে ৩ ডিসেম্বর, বুধবার প্রথমবারের মত হায়রাতান বন্দরের মাধ্যমে উজবেকিস্তান ও মধ্য এশিয়ার বাজারে ৫০০ টন তাজা ও শুকনো ফল রপ্তানি করা হয়েছে।

বালখ প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র হাজি জায়েদ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, উজবেকিস্তান এবং মধ্য এশিয়ায় ২,৫০,০০০ ডলার মূল্যের ৫০০ টন আফগান ডালিম, আপেল এবং শুকনো তুঁত রপ্তানি করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

বালখ মিডিয়া সেন্টার জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে হায়রাতান বন্দর দিয়ে তাজা সবজি, ফলমূল, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য নিয়মিত রপ্তানি করা হবে। এ রপ্তানি কার্যক্রম সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পর শুরু হয়েছে। চুক্তিটি আফগানিস্তানের তাজা ফল ও কৃষিপণ্যকে মধ্য এশিয়া তথা বিশ্ববাজারে পৌঁছানোর পথকে অনেক সহজ করেছে।

স্থানীয় রপ্তানিকারকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে, এর ফলে আফগানিস্তানের কৃষি খাত নতুন গতি পাবে এবং আফগানিস্তানের অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. First fruit exports shipped to Uzbekistan and Central Asia
– https://tinyurl.com/yh47nttu
2. The first shipment of Afghan agricultural products has been exported to Uzbekistan and Central Asia through the Hairatan port.
– https://tinyurl.com/bd8d5jth

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃত্রিম সংকটের আড়ালে সারের দাম বৃদ্ধি; না দেখার ভান কৃষি কর্মকর্তার
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশে ৯৬ লক্ষ আফগানি ব্যয়ে সড়ক সংশ্লিষ্ট দু’টি প্রকল্প সফলভাবে সম্পন্ন