৪টি মিসাইল লঞ্চার মেরামতের মাধ্যমে সক্রিয় করেছে ইমারাতে ইসলামিয়ার আল-বদর সামরিক কোর

0
112

৪টি ৬০ মিমি মিসাইল লঞ্চার মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীর আল বদর কোর। উক্ত কোরের অন্তর্গত ৫ম সীমান্ত ব্রিগেডের আর্টিলারি বিভাগে এই মেরামত কাজ পরিচালনা করা হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার ২০৫ তম আল-বদর সামরিক কোরের অফিসিয়াল এক্স পোস্টে ২ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

মিসাইল লঞ্চারগুলো ৩০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া মিসাইল লঞ্চারে ব্যবহৃত গোলার দৈর্ঘ্য প্রায় ২৭০ সেন্টিমিটার।

এগুলো শত্রুর বিরুদ্ধ অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/47j6ctvc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশে ৯৬ লক্ষ আফগানি ব্যয়ে সড়ক সংশ্লিষ্ট দু’টি প্রকল্প সফলভাবে সম্পন্ন
পরবর্তী নিবন্ধপিলখানায় সেনাদের হত্যা পরিকল্পনার বৈঠকে ছিল সোহেল তাজ: কমিশনের প্রতিবেদন