আফগানিস্তানের কাবুল-গজনি মহাসড়কের ২য় লেনে ২৪.৫ কিলোমিটার অংশে নির্মাণ কাজ চলমান

0
0

আফগানিস্তানের কাবুল-গজনি মহাসড়কের ২য় লেনে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২য় লেনের নির্মাণ কাজটি ৩টি লটে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ম লটের ২৪.৫ কিলোমিটার অংশের নির্মাণ কাজ বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। এই লটে ১ম ৭ কিলোমিটার পর্যন্ত সড়কের প্রস্থ ১১.৮ মিটার এবং পরবর্তী অংশে এর প্রস্থ ৭.৩ মিটার।

এই প্রকল্পের আওতায় ২টি বড় সেতু, ৬৮টি কালভার্ট, উইং ওয়ালসহ ৭ কিলোমিটার সড়ক পার্শ্ববর্তী আরসিসি ড্রেন, ময়দান শহরের কাছাকাছি ১২০০ মিটার সড়ক পার্শ্ববর্তী ড্রেন এবং একাধিক রিটেইংনিং প্রাচীর নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

এখন পর্যন্ত প্রকল্পের বিভিন্ন অংশে নির্মাণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সড়কের সাব-বেস ও বেস-কোর্সের কাজ ১৩ কিলোমিটার জুড়ে সম্পন্ন হয়েছে। এছাড়া ড্রেনের কাজ ৯৬% এবং কালভার্ট নির্মাণের কাজ ৯৭% সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ দ্রুত গতিতে অব্যাহত রয়েছে।

এছাড়া অন্যান্য দু’টি লটেও উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ycke786d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নানগারহারে ১০০ দরিদ্র মানুষকে সহায়তা প্রদান