আফগানিস্তানের খোস্ত শহরে নিম্নমানের খাদ্য তৈরিকারী ৯টি কারখানা বন্ধ

0
10

আফগানিস্তানের খোস্ত প্রদেশে নিম্নমানের খাদ্য তৈরিকারী ৯টি কারখানা বন্ধ করে দিয়েছে প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগ। কারখানাগুলোর খোস্ত শহরের ব্লেন্ডমঞ্জিল এলাকায় অবস্থিত। কারখানাগুলো খাদ্য তৈরিতে নির্ধারিত মান ও নিয়মনীতি অনুসরণ করছিল না। তাই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করেছে জনস্বাস্থ্য বিভাগের অন্তর্গত পরিদর্শন ও মূল্যায়ন টিম।

খোস্ত প্রদেশের মুখপাত্র এর অফিসিয়াল এক্স পোস্টে গত ৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জানান, কারখানাগুলোতে তৈরিকৃত খাদ্যসামগ্রী নির্ধারিত মান অনুযায়ী তৈরি করা হচ্ছিল না। এগুলো ব্যবহার করলে জনগণের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়তে পারে।

সঠিক ও নির্ধারিত মান বজায় রেখে খাদ্যসামগ্রীর উৎপাদন করার জন্য তৈরিকারী প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন কর্মকর্তাগণ।  নিয়ম-বহির্ভূত প্রক্রিয়া অবলম্বন থেকে বিরত থাকতে তারা জোরালো আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4559x5w7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসংসদ নির্বাচনে সামনে রেখে দৌলতপুর সীমান্ত দিয়ে আসছে মাদক ও অস্ত্র