ইমারাতে ইসলামিয়ার ঐতিহাসিক সাফল্য: মাদক মুক্ত আফগানিস্তান

0
23

উজবেকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান রিজিওনাল ইনফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (CARICC)-এ আয়োজিত এক সভায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী উপ-মন্ত্রী আব্দুর রহমান মুনির হাফিযাহুল্লাহ ঘোষণা করেছেন যে, আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষ, পাচার ও বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, উপ-মন্ত্রী মুনির এই অগ্রগতিকে ইমারাতে ইসলামিয়ার চলমান মাদকবিরোধী অভিযানের “ঐতিহাসিক সাফল্য” হিসেবে অভিহিত করেছেন।

বৈঠকে আব্দুল রহমান মুনির হাফিযাহুল্লাহ সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, আফগান কৃষকদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টিতে সহায়তা প্রদান করা হলে মাদক সমস্যা আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহনের পর ২০২২ সালের এপ্রিলে আফগানিস্তানে পপি চাষের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনেও দেখা গেছে, গত তিন বছরে দেশটিতে আফিম চাষ প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।


তথ্যসূত্র:
1. Drug cultivation in Afghanistan has ‘almost dropped to zero’: deputy interior minister
– https://tinyurl.com/ymx4cjjd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাউল আবুল সরকারের শাস্তির দাবিতে মানিকগঞ্জে হেফাজতে ইসলামের মহাসমাবেশ