
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ঘোর প্রদেশের দৌলত ইয়ার জেলায় হরিরোদ নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও একটি হাইড্রোলজি স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর, শনিবার ইমারাতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে ৪০ লাখেরও বেশি আফগানি ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে এলাকার কৃষিজমি, বাড়িঘর, স্কুল, সড়কপথ এবং হাইড্রোলজি স্টেশন বন্যার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।
প্রকল্পটি স্থানীয় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে হাইড্রোলজি স্টেশনটি নদীর পানি প্রবাহ ও বন্যার পূর্বাভাস দিয়ে সহায়তা করবে।
উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।
তথ্যসূত্র:
1.The Ministry of Energy and Water announced that a reinforcement project for the Harirod River and a hydrology station
– https://tinyurl.com/fmfyspvx


