টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত, পুলিশি পদক্ষেপ প্রশ্নবিদ্ধ

0
26

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান (৫৭) নামে এক বিদ্যুৎ কর্মকর্তা নিহত হয়েছে। গত শনিবার (৬ ডিসেম্বর) সকালে টঙ্গী বাটাগেট এলাকার বিআরটি উড়াল সড়কের ওপর ঘটনাটি ঘটেছে।

নিহত সিদ্দিকুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার গাজীপুর গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গী মধুমিতা আপন নীড় নামক ভাড়া বাসায় বসবাস করে ঢাকার কেরাণীগঞ্জ বিদ্যুৎ অফিসে ট্রান্সমিটার সেকশনে চাকরি করতেন।

নিহতের স্বজনরা জানায়, সিদ্দিকুর রহমান শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তার মধুমিতার বাসা থেকে বেড়িয়ে ঢাকা যাওয়ার জন্য বাটাগেট এলাকায় উড়াল সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় একদল ছিনতাইকারী তার সঙ্গে থাকা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কিন্তু এ ঘটনায় এখন পর্যন্ত ছিনতাইকারীদের বিরুদ্ধে কোন কার্যকর পদক্ষেপ নিতে পারেনি পুলিশ।


তথ্যসূত্র:
১। টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত
– https://tinyurl.com/25zat3jh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় জান্তার ৭টি অবস্থানে জেএনআইএম’এর অভিযান: ৫টি ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধবিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধে তীব্র যানজট