মুন্সীগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে মিললো দুই অজ্ঞাত লাশ

0
43

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পৃথক স্থান থেকে নারী ও পুরুষের দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়ন ডুবুর চর এলাকার সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরবর্তী স্থানে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর বেলা দেড়টায় দিকে উপজেলা বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর তীরবর্তী দাসকান্দী এলাকা থেকে অজ্ঞাত (৩৬) এক পুরুষের মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশ ও থানা পুলিশ।

নারী ও পুরুষের মরদেহ উদ্ধারে সত্যতা নিশ্চিত করেছে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ। সে জানায়, ঘটনাস্থলে নৌ পুলিশের পাশাপাশি থানা পুলিশও রয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে।

গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে ডুবুরচর সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
১। মুন্সীগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে মিললো দুই মরদেহ
– https://tinyurl.com/54ksnzxa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে চট্টগ্রামের মহাসড়ক অবরোধে তীব্র যানজট
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের গজনি প্রদেশে অপহরণকারীদের হাত থেকে ৩ বছরের শিশু উদ্ধার