
কাতারের রাজধানী দোহায় চলমান আন্তর্জাতিক সম্মেলন ‘দোহা ফোরাম-২০২৫’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এবারের সম্মেলনে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের দোহা ফোরামে প্রথমবার অংশ গ্রহন করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদল।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ও ফোরামের বক্তা আব্দুলআব্দুল হাই কানিত জানিয়েছেন, ফোরামের দ্বিতীয় দিনে আফগানিস্তানের আঞ্চলিক সম্পর্ক ও কানেক্টিভিটি ইস্যু-কেন্দ্রিক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।এই অধিবেশনে প্রথমবারের মতো ইমারাতে ইসলামিয়ার একজন প্রতিনিধি বক্তব্য রাখবেন।
তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান একটি ভারসাম্যপূর্ণ, অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং আমরা বিশ্বব্যাপী সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী। এমন গ্লোবাল ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আমরা আঞ্চলিক উদ্যোগগুলোতে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক ডেপুটি ডিরেক্টর জাকির জালালি বলেন, “এই ফোরামের আলোচনায় আফগানিস্তানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আঞ্চলিক সংযোগের মতো বিষয়ে আফগানিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। অর্থনীতি-ভিত্তিক পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক একীভূতকরণই আমাদের মূল নীতি।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দোহা ফোরামের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ আফগান জনগণের সমস্যাগুলো তুলে ধরতে এবং সমাধানের পথ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। দোহা ফোরামে আফগানিস্তানের এই সক্রিয় অংশগ্রহণকে অনেকে ইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখছেন।
তথ্যসূত্র:
1.Doha Forum Kicks Off in Qatar with Representatives from 160 Countries
– https://tinyurl.com/23vkyak4


