কিশোরগঞ্জে ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

0
14

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ ঘরের ভেতরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

গত ৭ ডিসেম্বর রাত প্রায় ১০টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম জেসমিন আক্তার (৪০)।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, রাত ১১টার দিকে নিহতের স্বজনেরা ৯৯৯–এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশ জানায়, নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখনো হত্যার কারণ স্পষ্ট নয় এবং কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। বসতঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা
– https://tinyurl.com/2y8euwxv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজলদস্যু ‘ডন বাহিনী’ পরিচয়ে সুন্দরবনে থেকে ৭ জেলেকে অপহরণ
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বাণিজ্য বন্দর আধুনিকীকরণে বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি