আফগানিস্তানের বাণিজ্য বন্দর আধুনিকীকরণে বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

0
17

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বাণিজ্য ও ট্রানজিট বন্দরগুলোর আধুনিকীকরণ এবং উন্নত প্রযুক্তি স্থাপনের জন্য দেশটির অর্থ মন্ত্রণালয় এবং সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান আব্দুল্লাহ ইজাম এই চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেছেন, “বন্দর আধুনিকীকরণ বাণিজ্য ও ট্রানজিটের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনবে। ইমারাতে ইসলামিয়ার লক্ষ্য হলো আফগানিস্তানকে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপান্তরিত করা। এজন্য রেলওয়ে উন্নয়ন, ট্রানজিট রুট এবং অবকাঠামো প্রকল্পে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই টার্ম শিট চুক্তি বিনিয়োগের পথ খুলে দেবে, যা দেশের কাস্টমস ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি প্রবর্তন ও আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি তুর্খম ক্রসিং এবং হাইরাতান বন্দরকে আঞ্চলিক ট্রানজিটের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং প্রকল্পগুলো নির্ধারিত সময়ে মানসম্মতভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

কাস্টমস ও রেভিনিউ বিষয়ক উপ-অর্থমন্ত্রী আব্দুল মতিন সাঈদ বলেন, “আমরা আশা করি ডিপি ওয়ার্ল্ড আমাদের ব্যবসায়ীদের আন্তর্জাতিক মানের সেবা দেবে। তুর্খম ও হাইরাতান বন্দর আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ দুটি বন্দরের ভিত্তিতেই আমাদের অগ্রগতি নির্ধারিত হবে।”

ডিপি ওয়ার্ল্ড এর প্রতিনিধি নাসের আব্দুল্লাহ বলেন, “আফগানিস্তান মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। প্রতিবেশী দেশগুলো পণ্য পরিবহন ও অর্থনৈতিক কার্যক্রমের জন্য আফগান ভূখণ্ডের ওপর নির্ভরশীল।”

তিনি আরও জানান, ২০২৪ সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১.৬ বিলিয়ন ডলার। উন্নত ব্যবস্থা, নতুন উদ্যোগ এবং ইমারাতে ইসলামিয়া সরকারের সহযোগিতায় এই পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

টার্ম শিট অনুযায়ী, প্রথম পর্যায়ে উজবেকিস্তান সীমান্তের হাইরাতান বন্দর এবং তুর্খম ক্রসিং আন্তর্জাতিক মানের আধুনিক সরঞ্জাম ও অবকাঠামো দিয়ে সজ্জিত করা হবে। পরবর্তী পর্যায়ে এই প্রক্রিয়া দেশের অন্যান্য বন্দর ও জোনে সম্প্রসারিত হবে।

ইমারাতে ইসলামিয়ার এই উদ্যোগ আফগানিস্তানের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সংযোগ জোরদার করার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র:
1.Afghanistan, DP World Sign Deal to Modernize Trade Ports
– https://tinyurl.com/asadd4ep

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা
পরবর্তী নিবন্ধস্বনির্ভর ওষুধ শিল্প গড়ে তুলতে ইমারাতে ইসলামিয়ার নতুন অঙ্গীকার