মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে

0
15

আবারো মিয়ানমারের সংঘর্ষের জেরে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশের ভূখণ্ডে। টেকনাফের একটি বসতঘরের টিনের চাল ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করেছে। এতে কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকায় এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল নামক গ্রামের শাহ আলমের বসতঘরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ শাহ আলমের স্ত্রী।

তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিলস্থ আমার বসতঘরের একটি রুমে টিনের ছাল ছিদ্র হয়ে একটি গুলি ঢুকে পড়ে।

তিনি আরো জানান, হাইওয়ে সড়কের পরে আমার বাড়ি। এতদূর থেকে যদি এভাবে আমাদের বসত ঘরে গুলি এসে পড়ার ঘটনায় আমরা আতঙ্কিত।

৬৪ বিজিবি’র অধিনায়ক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে গোলাগুলির শব্দ প্রায় প্রতিদিনই শোনা যায়। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

তথ্যসূত্র
১. মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে
– https://tinyurl.com/34upa7p2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাশ্চাত্যের গোলামীর জিঞ্জির ভেঙে নববী মানহাজে ফিরে আসার আহ্বান (পর্ব- ০২)
পরবর্তী নিবন্ধস্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৫,৪৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন