স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৫,৪৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন

0
13

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের খনি থেকে উত্তোলিত ৫,৪৩৫ ক্যারেট পান্না মোট ১,৮৯,৯৯০ মার্কিন ডলারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় বিক্রয় করেছে ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর, মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। উক্ত নিলামে দেশি-বিদেশি বহু ব্যবসায়ী অংশ নেন।

আয়োজকদের মতে, নিলামে অংশ নেওয়া কয়েকজন বিদেশি ব্যবসায়ী পাঞ্জশিরে পান্না উত্তোলনের প্রক্রিয়া আধুনিকায়ন ও শিল্পায়নের বিষয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পান্না আহরণ আরও নিরাপদ, টেকসই ও লাভজনক হবে।

উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.In a recent auction, 5,435 carats of emeralds extracted from the mines of Panjshir Province were sold for 189,990 U.S. dollars.
– https://tinyurl.com/3zck4x2e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়লো বাংলাদেশির ঘরে
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ায় আরও ২৪৭ জন মুজাহিদের বিশেষ সামরিক প্রশিক্ষণ সমাপ্তি