পাঞ্জশিরে দুই বছরে ২০ হাজারের বেশি তরুণের কর্মসংস্থান

0
16

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে গত দুই বছরে সরকারি ও নিরাপত্তা খাতে প্রায় ২০ হাজার তরুণ কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন বলে জানিয়েছেন প্রদেশটির মিডিয়া অফিস। কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মিডিয়া অফিসের বিবৃতিতে জানানো হয়, পাঞ্জশিরের তরুণরা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনী, জাতীয় পুলিশ, বিভিন্ন বেসামরিক দপ্তর এবং দ্রুত বিকাশমান খনি খাতে এসব চাকুরীর সুযোগ লাভ করেছেন।

মিডিয়া অফিসের তথ্যমতে, চলতি বছরেই এক হাজারের বেশি তরুণ জাতীয় পুলিশে এবং আরও ৬০০ জন তরুণ ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। এছাড়া পাঞ্জশির প্রদেশের গভর্নর মোহাম্মদ আগা হাকিমের প্রচেষ্টায় এক হাজারেরও বেশি তরুণ স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসামরিক বিভাগে চাকরি পেয়েছেন।

এদিকে ইমারাতে ইসলামিয়ার নির্দেশে খনি উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণের ফলে পাঞ্জশিরের খনি খাত এখন বড় ধরনের কর্মসংস্থানের উৎসে পরিণত হয়েছে। মূল্যবান পাথর উত্তোলন ও বাণিজ্যসহ বিভিন্ন কাজে প্রায় ১৫ হাজার তরুণকে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি তথ্যে আরও জানানো হয়েছে, প্রদেশজুড়ে নির্মাণ ও উন্নয়ন প্রকল্পেও হাজার হাজার তরুণ কাজ করছেন।

পাঞ্জশিরের বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ইমারাতে ইসলামিয়া প্রদেশটির প্রতি বিশেষ মনোযোগ দিয়েছে। এতে বহু তরুণ এখন নিরাপত্তা ও বেসামরিক খাতে চাকুরীর সুযোগ লাভ করেছেন এবং জনগণ ও সরকারের মধ্যে আস্থা আরও দৃঢ় হয়েছে। ইমারাতে ইসলামিয়ার এই অভিযান পাঞ্জশিরের যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Panjshir authorities report major youth recruitment drive over two years
– https://tinyurl.com/aef77vcx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাদিসহ ৩ জনের ওপর হামলার আগাম তথ্য জানানো হয়েছিল, ব্যবস্থা নেয়নি সরকার
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ড: ইসলামপন্থীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করেছিল আ.লীগ নেতারা