আফগানিস্তানের ইয়াওয়ান জেলায় নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন, প্রত্যন্ত অঞ্চলে আরও জোরদার হচ্ছে সরকারি পরিষেবা

0
40

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় নবনির্মিত প্রশাসনিক ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

১৩ ডিসেম্বর বাদাখশান প্রদেশে সফরকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত নির্মাণ বিভাগের প্রধান মৌলভী এনায়েতুল্লাহ রশিদ হাফিযাহুল্লাহ নবনির্মিত এই প্রশাসনিক ভবন উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী জামালউদ্দিন হাফিযাহুল্লাহ, স্থানীয় কর্মকর্তা ও প্রবীণগণ।

উক্ত প্রকল্প বাস্তবায়ন দেশের প্রত্যন্ত অঞ্চলে মৌলিক সুবিধা বিস্তারে ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন এনায়েতুল্লাহ রশিদ হাফিযাহুল্লাহ।

ভবনটি নির্মাণ কাজের নীতিমালা অনুসারে নির্মিত হয়েছে। ইয়াওয়ান জেলায় নিরাপত্তা ও প্রশাসনিক পরিষেবাসমূহ বাস্তবায়নে এই প্রশাসনিক ভবন ভূমিকা রাখবে। পাশাপাশি এই প্রত্যন্ত অঞ্চলে সরকারের উপস্থিতি জোরদার করতে এটি অত্যন্ত কার্যকরী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5n6tnhtx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আরও ৪০৭ জন পুলিশ কর্মকর্তার সফল প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিশ্বব্যাংক: আফগানিস্তানের অর্থনীতিতে শক্তিশালী অগ্রগতি