আরও দুই কাশ্মীরি মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত

0
20

UAPA কালো আইনের আওতায় আরও দুই কাশ্মীরি মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভারত নিযুক্ত লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা’র প্রশাসন। তারা হলেন, ডোডা জেলার মঙ্গোটা গ্রামের জাহিদ হুসেন এবং শ্রীনগর জেলার শালতাং এলাকার ফায়াজ আহমেদ বাট। যারমাঝে একটি তিনতলা আবাসিক বাড়িসহ ফায়াজ আহমেদ বাটের সম্পদের মুল্য প্রায় 2 কোটি রুপি।

গত ১১ ডিসেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ স্বাধীনতা মর্যাদা বাতিলের পর থেকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দখলকৃত অঞ্চলে শত শত কাশ্মীরির বাড়ি, দোকান, কৃষিজমি এবং ব্যবসা প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করছে। পরে এসব সম্পত্তি ইসরায়েলি কায়দায় অ-স্থানীয় হিন্দুদের হাতে তুলে দিচ্ছে।


তথ্যসূত্র
https://tinyurl.com/3h4pddwh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধস্বাধীন তেল ও গ্যাস কর্তৃপক্ষ গঠনের অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবিহারে মুসলিম কাপড় ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা