
ভারতের বিহার প্রদেশের নালন্দা জেলার নাওয়াদা এলাকায় এক মুসলিম কাপড় বিক্রেতাকে একদল হিন্দুত্ববাদী নৃশংসভাবে পিটিয়ে আহত করার ৬ দিন পর গত ১২ ডিসেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১৪ ডিসেম্বর প্রকাশিত সংবাদ মাধ্যম মুসলিম মিররের তথ্যমতে, পরিবারের একমাত্র উপার্জনকারী ৪০ বছর বয়সী মোহাম্মদ আতহার হুসেন ২০ বছরেরও বেশি সময় ধরে নাওয়াদার গ্রাম এলাকায় পোশাক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
তার মৃত্যুর আগে রেকর্ড করা একটি ভিডিওতে, তিনি বর্ণনা করেছেন যে কীভাবে চার থেকে পাঁচজন লোক তাকে থামিয়েছিল, তার পকেট পরীক্ষা করেছিল, তাকে একটি ঘরে টেনে নিয়ে গিয়েছিল এবং তাকে তার মুসলিম পরিচয় প্রকাশ করতে বাধ্য করেছিল।
হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধর করে, তার আঙ্গুল ভেঙে দেয়, তার বুক পদদলিত করে, তার অঙ্গ-প্রত্যঙ্গ এবং কান ছুরি দিয়ে কাটার চেষ্টা করে, তাকে ইট দিয়ে আঘাত করে, তার উপর পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এছাড়া হামলাকারীরা তার ধর্ম নিশ্চিত হওয়ার জন্য প্যান্ট খুলে পরীক্ষা করে।
উল্লেখ্য, বিহারের একই এলাকায় এই বছরেই আরও দুইয়ের অধিক এমন ঘটনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম মুসলিম মিরর।
তথ্যসূত্র
– https://tinyurl.com/5fc3ytu2
– https://tinyurl.com/j87585kr


