মানিকগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণ ঘটালো আওয়ামী দুর্বৃত্তরা

0
17

মানিকগঞ্জে ১০ মিনিট সময়ের ব্যবধানে শহরের পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে প্রথমে শহরের জেলা পরিষদ এলাকায় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে এবং অনেক দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়।

এদিকে সন্ধ্যার ব্যস্ত সময়ে এমন ঘটনায় শহরবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। সাধারণ মানুষ দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/4damzkwa

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত থাকা আরেকজনকে চিহ্নিত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কান্দাহার পৌরসভায় ১১০০ মিটার বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের ১ম ধাপ সমাপ্তির দ্বারপ্রান্তে