
ভারতীয় দখলদার বাহিনী আবারও কাশ্মীরে ভয়াবহ দমন অভিযান চালিয়েছে। স্বাধীনতাকামী কাশ্মীরিদের দমন ও ভয় দেখানোর লক্ষ্যে উপত্যকা জুড়ে নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত ২০০-রও বেশি নিরীহ নাগরিককে আটক করেছে।
গত ১৪ ডিসেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের ওভার-গ্রাউন্ড ওয়ার্কার বা “OGW” হিসাবে চিহ্নিত করেছে। যা কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা-কর্মীদের আত্মীয়স্বজন বা স্বাধীনতাকামীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিদের চিহ্নিত করতে দখলদার ভারতীয় বাহিনীর নব-আবিষ্কৃত শব্দ। সাধারণ কাশ্মীরিদের যাকে ইচ্ছা তাকে ধরে জুলুম নির্যাতন চালানোর ন্যায্যতা প্রমাণ করার জন্য ভারতীয় সামরিক বাহিনী এই শব্দটি তৈরি করেছে৷
তবে স্থানীয়রা জানিয়েছেন, দখলদার বাহিনী নিরীহ বেসামরিক মুসলিমদের ‘সন্ত্রাসী সহযোগী’ আখ্যা দিয়ে নির্বিচারে গ্রেফতার করছে। এছাড়া মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, দখলদার ভারতীয় বাহিনীর এই তল্লাশি অভিযানগুলোর লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া।
তথ্যসূত্র
https://tinyurl.com/4apcfk2k


